প্রাইম ডেস্ক »
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে একটা ভালো নির্বাচন হবে। অথচ বিএনপি নির্বাচন কমিশন চায় না, নির্বাচনও চায় না। আগামী নির্বাচনে তাদের একেবারে ভরাডুবি হবে। তাদের নেত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। তার জেলে থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতা বিবেচনায় এবং সরকারের উদারতায় জেলের বাইরে রয়েছেন। তবে খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
তিনি বলেন, বিএনপির আরেক নেতা তারেক রহমান বিদেশে থেকে রিমোট কন্ট্রোলে দল পরিচালনা করে। সেও দুর্নীতিবাজ। আইন অনুযায়ী তারও নির্বাচনে দাঁড়ানো খুব সহজ নয়। কাজেই তারা নির্বাচন চায় না। তারা চায় সরকারের পতন। কিন্তু এই সরকার জনগণের ভোটে নির্বাচিত। আগামী নির্বাচনের আগে জনগণের রায় ব্যতীত এই সরকারের পতন হবে না।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন আইন অনুযায়ী নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তাদের ভাবমূর্তি উজ্জ্বল। অতীতে তারা নিজ নিজ পেশায় অত্যন্ত সফলতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।