বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
spot_img
Homeএই মুহুর্তেরান্নার খরচ আরও বাড়ল

রান্নার খরচ আরও বাড়ল

প্রাইম ডেস্ক »

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির পর সয়াবিন তেলের দাম প্রতি লিটারে আরও ১২ টাকা বাড়ানো হয়েছে। রোববার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী খুচরা বাজারে গ্রাহকদের বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার কিনতে হবে ১৮০ টাকায়। আগামী ১ মার্চ থেকে এই দাম কার্যকর হবে।

এ ছাড়া ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৮৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর পাম অয়েলের দাম লিটার প্রতি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উৎপাদকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে চলতি মাসের শুরুতে তেলের দাম প্রতি টন ১,৪০০ ডলার ছাড়িয়েছে। ফলে দেশের বাজারে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল।

অয়েল রিফাইনার্স ও ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে গত ২০ দিনে সয়াবিন তেলের দাম বেড়ে প্রতি টনে ১৭০০ থেকে ১৭২৫ ডলারে পৌঁছেছে।এ কারণে কোম্পানিগুলো দাবি করছে, দাম না বাড়ালে তাদের ব্যাপক লোকসান গুনতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়