প্রাইম ডেস্ক »
পশ্চিমাদের দেয়া নিষেধাজ্ঞার প্রভাব সামাল দিতে এবার রুশ নাগরিকদের অর্থনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার অংশ হিসেবে সোমবার তিনি একটি ডিক্রীতে স্বাক্ষর করেন। এর ফলে মঙ্গলবার থেকে রুশ নাগরিকদের জন্য ঋণ চুক্তির অধীনে বিদেশে অর্থ লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। এ খবর দিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট।
খবরে জানানো হয়েছে, রাশিয়ার রপ্তানিকারকদের তাদের বৈদেশিক মুদ্রা বিক্রিরও নির্দেশ দিয়েছেন পুতিন। এতে বলা হয়েছে, রুশ রপ্তানিকারকরা গত ১লা জানুয়ারি থেকে যে বৈদেশিক মুদ্রা আয় করেছেন তার ৮০ শতাংশ বিক্রি করে দিতে হবে। এ জন্য তাদেরকে তিন দিন সময় দেয়া হয়েছে।
এদিকে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। রুশ ব্যাংকগুলো হতে যাচ্ছে এই নিষেধাজ্ঞার প্রধান টার্গেট। বৃটিশ সরকার নাগরিকদের রাশিয়া সফর না করার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে বন্দরগুলোতে রুশ জাহাজ নিষিদ্ধ করেছে।
পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে রাশিয়ায়। এরইমধ্যে দেশটির মুদ্রা রুবলের দাম কমেছে ২০ শতাংশের বেশি। রুশ ব্যাংকিং ব্যবস্থাও হোঁচট খেয়েছে এই নিষেধাজ্ঞায়। মস্কোর এক বাসিন্দা কাটিয়া ইন্ডিপেনডেন্টকে বলেন, আমার রুশ ব্যাংক কার্ড আর কাজ করছে না। আমি চাচ্ছিলাম আমার কাছে থাকা রুবল এক্সচেঞ্জ করতে। কিন্তু এর দামের যা অবস্থা তাতে এই এক্সচেঞ্জ অর্থহীন। আমি এখন এগুলোকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে পারি।