প্রাইম ডেস্ক »
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ান। সড়ক দুর্ঘটনায় নিহত ছয় ভাইয়ের পরিবারের ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
মঙ্গলবার কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট স্টেশন সংলগ্ন মাঠে ডুলাহাজারায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ছয় ভাইয়ের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ডুলাহাজারায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা পরিকল্পিত নাকি শুধুই দুর্ঘটনা তা যাচাই করা হবে। যদি দুর্ঘটনাটি পরিকল্পিত হয় তাহলে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান নারায়ন চন্দ্র চন্দ এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, সুব্রত পাল, জাফর আলম এমপি, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা প্রমুখ।