বুধবার, নভেম্বর ১৩, ২০২৪
spot_img
Homeএই মুহুর্তেদেশে মোট ভোটার ১১ কোটি ৩২ লাখ

দেশে মোট ভোটার ১১ কোটি ৩২ লাখ

প্রাইম ডেস্ক »

দেশে ভোটার তালিকা হালনাগাদে ১৫ লাখ ভোটার নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৩২ লাখ। মঙ্গলবার (১ মার্চ) নির্বাচন কমিশন (ইসি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ইসির যুগ্ম সচিব মো. নুরুজ্জামান তালুকদার জানিয়েছেন, ২ মার্চ সারাদেশে স্থানীয়ভাবে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

জানা গেছে, ২০২১ সালের ২ মার্চ দেশের ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। চলতি বছরের ১ মার্চ পর্যন্ত ইসির সার্ভারে অন্তর্ভুক্ত হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার একশ জন। সেই হিসাবে বর্তমানে ইসির সার্ভারে ১১ কোটি ৩২ লাখ ৯১ হাজার ৭৬৯ জন নাগরিকের তথ্য রয়েছে।

তবে এদের মধ্যে আঙুলের ছাপ দিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করেননি ৩৩ হাজার ৪১৮ জন। অর্থাৎ দেশের মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৩২ লাখ ৫৮ হাজার ৩৫১ জন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ইসির সার্ভারে সংরক্ষিত তথ্যের মধ্যে নারীর সংখ্যা পাঁচ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার ২৯৬ জন। পুরুষ পাঁচ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে তৃতীয় লিঙ্গের রয়েছেন ৪৫৪ জন।

সবচেয়ে বেশি তথ্য রয়েছে ঢাকা অঞ্চলের। এ অঞ্চলের এক কোটি ৬৮ লাখ ৯১ হাজার ৫৫৭ জনের তথ্য রয়েছে ইসির কাছে। সবচেয়ে কম রয়েছে ফরিদপুর অঞ্চলের তথ্য। সেখানকার ৫৩ লাখ ৯১ হাজার ২০৯ জনের তথ্য রয়েছে ইসির সার্ভারে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়