প্রাইম ডেস্ক »
চট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা লরিতে মাইক্রোবাসের ধাক্কায় চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। বুধবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়ামতল ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইক্রোবাসচালক নুরুল আবছার কক্সবাজারের চকরিয়া পৌরসভার মিয়াজীপাড়া এলাকার শাহ আলমের ছেলে।
পুলিশ জানায়, যাত্রী নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল মাইক্রোবাসটি। জোড়ামতল ফকিরহাট এলাকায় পৌঁছালে গাড়িটি মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক নিহত হন। আহত হন আরো ছয়জন।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুর উদ্দিন রাশেদ বলেন, দুর্ঘটনায় আহত ছয় যাত্রীকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।