প্রাইম ডেস্ক »
ইউক্রেনের দক্ষিণে গুরুত্বপূর্ণ বন্দর নগরী মারিওপুলে বহু হতাহত হয়েছেন বলে রিপোর্ট করেছেন আল জাজিরার সাংবাদিক চার্লস স্ট্র্যাটফোর্ড। তিনি সেখানকার জাপোরিঝঝিয়া থেকে রিপোর্টে ইংরেজিতে দুটি শব্দ ব্যবহার করেছেন। তা হলো ‘হেভি ক্যাজুয়ালটিজ’। তিনি বলেছেন, শহরটির মেয়র অভিযোগ করেছেন, শহরটি থেকে বেসামরিক লোকজনকে বের হতে বাধা দিচ্ছে রাশিয়ান সেনারা।
বিপুল সংখ্যক বড় বড় ট্যাঙ্ক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কয়েকদিন ধরে শহরের পশ্চিমে রাশিয়ার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র মোতায়েন করা হয়েছে। শহরের পূর্ব দিকেও ভারি গোলা বর্ষণ করা হচ্ছে। স্ট্র্যাটফোর্ড বলেছেন, মনে হচ্ছে ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে কেড়ে নেয়া ক্রাইমিয়ার দিকে একটি ল্যান্ড করিডোর সৃষ্টির জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে রাশিয়ানরা।