বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামে রেলের দুদকের অভিযানে জব্দ দুই প্রকৌশলী

চট্টগ্রামে রেলের দুদকের অভিযানে জব্দ দুই প্রকৌশলী

প্রাইম ডেস্ক »

চট্টগ্রাম নগরীর হালিশহরে অবস্থিত রেলওয়ের চট্টগ্রাম পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) সাঁড়াশি অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এর দুজন সহকারী পরিচালকের নেতৃত্বে এই অভিযান চলে।

দুদকের অভিযানের বিষয়ে নিশ্চিত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ইতোমধ্যে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) ওয়াহিদুর রহমান।

তিনি বলেন, ‘দুদকের অভিযান পরিচালনাকারি টিম অভিযান চালানোর পর তারা একজন খালাসি ও দুইজন উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম-দুনীতির তথ্য পাওয়ার কথা বলেন।

এরই প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে আমরা খালাসি জিয়াউল হককে সাময়িক বরখাস্ত করি। এছাড়া অপর দুইজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ ইঞ্জিনিয়ারকে লিখিতভাবে জানানো হয়েছে। ওই দুই কর্মকর্তা হলেন- রেলের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম ও বেলাল হোসেন।’

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

সারাদেশে বিভিন্ন স্থানে ভাঙচুর

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর