প্রাইম ডেস্ক »
চট্টগ্রামের ইপিজেডে গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে হোসেন কমপ্লেক্সের চতুর্থ তলার সাজ ফ্যাশন নামে গার্মেন্টসটিতে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-রিচালক আনিসুর রহমান জানান, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তারা প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বন্ধের দিন হওয়ায় শুধুমাত্র ফিনিশিং বিভাগের ৪০-৫০ জন শ্রমিক গার্মেন্টসে কাজ করছিলেন।
এর মধ্যে আগুনের ধোঁয়া ও তাড়াহুড়ো করে নামতে গিয়ে ৪-৫ জন আহত হয়েছেন। বাকিদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া আগুনে বেশকিছু যন্ত্রপাতি ও বিপুল পরিমাণ গার্মেন্টস পণ্য পুড়ে গেছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।