বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
spot_img
Homeএই মুহুর্তেবিবিসির সম্প্রচার সীমাবদ্ধ করলো রাশিয়া

বিবিসির সম্প্রচার সীমাবদ্ধ করলো রাশিয়া

প্রাইম ডেস্ক »

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনকে (বিবিসি) সীমাবদ্ধ করলো রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, রুশ যোগাযোগ কর্তৃপক্ষের নির্দেশে বিবিসির রুশ পরিষেবাগুলো সীমিত করা রয়েছে।

বিবিসি ছাড়াও আরো দুটি গণমাধ্যমকে নিষিদ্ধ করেছে রাশিয়া। নিষিদ্ধ হওয়া গণমাধ্যমগুলো হলো—মেডুজা ও রেডিও লিবার্টি।

এর মধ্যে মেডুজা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোভুক্ত দেশ লাতভিয়া ভিত্তিক সংবাদ সরবরাহকারী অনলাইন সংবাদমাধ্যম। রুশ ও ইংরেজি ভাষায় সংবাদ পরিবেশন করে তারা।

এছাড়া রেডিও লিবার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে পরিচালিত সংস্থা। পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার দেশগুলোর সংবাদ সম্প্রচারের পাশাপাশি তথ্য সংগ্রাহ ও বিশ্লেষণ করে থাকে সংস্থাটি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়