বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
spot_img
Homeএই মুহুর্তেবান্দরবানে দলবদ্ধ ধর্ষণের পর এক নারীকে হত্যা

বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের পর এক নারীকে হত্যা

প্রাইম ডেস্ক »

বান্দরবানের রোয়াংছড়িতে চুই রং মা মারমা নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নোয়াপতং ইউনিয়নের মহিলা কারবারি পাড়া এলাকার একটি জুম ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

নিহত চুই রং মা মারমা ওই এলাকার থুইসাপ্রু মারমার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কারবারি পাড়া সংলগ্ন পাহাড়ে জুমের কাজ করার জন্য বাড়ি থেকে বের হন চুই রং মা মারমা। সন্ধ্যায় বাসায় না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। পরে রাত ৯টার দিকে পাহাড়ের জুম ঘরে গলাকাটা অবস্থায় তার লাশ পাওয়া যায়।

রোয়াংছড়ি থানার ওসি আবদুল মান্নান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আলমত দেখে মনে হচ্ছে ওই নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়