রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেইউক্রেন থেকে এক বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারত

ইউক্রেন থেকে এক বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারত

প্রাইম ডেস্ক »

ইউক্রেন থেকে এক বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারত। ভারতীয়দের পাশাপাশি তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী
শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লি­তে এক সংবাদ সম্মেলনে অরিন্দম বাগচী এ কথা জানান।

ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার চাপ কমায় এখন অন্য দেশের নাগরিকদের উদ্ধার সম্ভব হবে বলেও জানান তিনি।

এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ইউক্রেনের বিভিন্ন স্থানে আটকে থাকা ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশিদের উদ্ধার করতে ভারতকে অনুরোধের কথা জানিয়েছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা সব সময় আমাদের প্রতিবেশীসহ অন্যদের সহযোগিতা করতে চাই। মাঠপর্যায় থেকে সাহায্যের অনুরোধ এলে আমরা তা বিবেচনা করি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ১৬টি ফ্লাইটে করে ইউক্রেন ছেড়ে আসা অধিকাংশ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হবে। ভারতীয়দের ফিরিয়ে আনার চাপ কমে আসছে। এখন অন্য দেশের নাগরিকদেরও উদ্ধার সম্ভব হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়