প্রাইম ডেস্ক »
স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে চট্টগ্রামের আনোয়ারা থেকে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দিনগত রাত ১টার দিকে উপজেলার চাতুরী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পাবনা সদর থানার উত্তর কোমরপুর এলাকার মৃত মঈন উদ্দিন কাজির ছেলে মো. ইউনুস কাজি (৪৫), তার ছেলে মো. ইসমাইল কাজি (১৯) ও ভাই মো. আব্দুল মান্নান কাজি (৪৮)।
র্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত এসপি মো. মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্কুলছাত্রীকে অপহরণের দায়ে এক তরুণ ও তার বাবা-চাচাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রাইভেট থেকে বাসায় ফেরার সময় অভিযুক্ত ইসমাইল কাজি ওই মেয়েকে ফুসলিয়ে ও প্রলোভন দেখিয়ে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। পরে তার বাবা ও চাচাসহ মিলে কিশোরীকে চট্টগ্রামের আনোয়ারায় নিয়ে আসে।
এ ঘটনায় ছাত্রীর বাবার করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা অপহরণের বিষয়টি স্বীকার করেছে। পরে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলেও তিনি জানান।