শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে তিন কিংবদন্তী শিল্পীকে স্মরণ

ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে তিন কিংবদন্তী শিল্পীকে স্মরণ

প্রাইম ডেস্ক »

লতা মঙ্গেশকর, বাপ্পী লাহিড়ী ও সন্ধ্যা মুখোপাধ্যায় স্মরণে ৭ মার্চ সন্ধ্যায় টিআইসিতে এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রাম।

ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জন তার বক্তব্যে প্রয়াত তিন কিংবদন্তী শিল্পীর প্রতি শ্রদ্ধা জানান এবং ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনের ২য় সচিব উদৎ ঝা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরিন আক্তার, বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হুসেন, স্থপতি আশিক ইমরান, চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাশেদ হাসান।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মন্দিরা চৌধুরী, ডা. অনিন্দিতা চৌধুরী,  আশাবরী ইরাবান, সেঁওতি বড়ুয়া ও গার্গী দত্ত। বৃন্দ আবৃত্তি পরিবেশন করে প্রমা আবৃত্তি সংগঠন। দলীয় নৃত্য পরিবেশন করে ওডিসি এন্ড টেগর ডান্স মুভমেন্ট সেন্টার। অনুষ্ঠান শেষে সবাই ধন্যবাদ জ্ঞাপন করেন  ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়