বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেইউক্রেন যুদ্ধক্ষেত্রে একাই লড়তে হবে

ইউক্রেন যুদ্ধক্ষেত্রে একাই লড়তে হবে

প্রাইম ডেস্ক »

জার্মানি জানিয়েছে তারা ইউক্রেনে কোনো যুদ্ধ বিমান পাঠাবে না। পোল্যান্ড প্রস্তাব দিয়েছিল তাদের মিগ-২৯ বিমানগুলো জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাঠিয়ে দেবে তারা। এরপর সেগুলো যুক্তরাষ্ট্র তাদের তত্ত্বাবধানে ইউক্রেনে পাঠাতে পারবে।

কিন্তু যুক্তরাষ্ট্র সরাসরি এ প্রস্তাব প্রত্যাখান করে দেয়। আর যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের পর জার্মানিও জানিয়ে দিল তারা ইউক্রেনে কোনো যুদ্ধবিমান পাঠাবে না।

এখন যুক্তরাষ্ট্রের পর জার্মানিও ইউক্রেনকে হতাশ করল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলোর কাছে বিমান সহায়তা চেয়ে আসছেন। তিনি এমনটিও বলেছেন, যদি ইউক্রেনকে তারা আকাশে যুদ্ধ করার জন্য সহায়তা না করেন তাহলে যারা রাশিয়ার হামলায় মারা যাবে তাদের মৃত্যুর জন্য এই দেশগুলোও দায়ী থাকবে।

ইউক্রেনকে যুদ্ধবিমান না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ নিজে।

তিনি বুধবার এ ব্যাপারে বলেন, আমরা ইউক্রেনকে সব ধরনের সহায়তা দিয়েছি, অস্ত্র দিয়েছি। কিন্তু এ সাহায্যের মধ্যে অবশ্যই কোনো যুদ্ধ বিমান নেই।

যুক্তরাজ্যও জানিয়ে দিয়েছে তারা ইউক্রেনকে যত অস্ত্র প্রয়োজন তার সবই দেবে। তবে বিমান দেওয়া তাদের পক্ষ সম্ভব নয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়