রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
spot_img
Homeএই মুহুর্তে৫৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করলো লিন্ডে বাংলাদেশ

৫৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করলো লিন্ডে বাংলাদেশ

প্রাইম ডেস্ক »

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে। অর্থাৎ শেয়ারহোল্ডারদের ফেসভ্যালু অনুসারে শেয়ারপ্রতি ৫৫ টাকা করে লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। আজ বৃহস্পতিবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সমাপ্ত ২০২১ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ টাকা ৫৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৭০ টাকা ৫৫ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯৫ টাকা ৫৫ পয়সা।

আলোচিত ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১২ মে সকাল ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করা হয়েছে। এ সংক্রান্ত কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ মার্চ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়