প্রাইম ডেস্ক »
হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুরস্ক থেকে বাংলাদেশে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে পড়ার পর রোববার বিকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (রাজনৈতিক) শফিউল আলম জুয়েল জানান, ঢাকার সিএমএইচ হাসপাতালে অবজারবেশনে আছেন পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলেও জানিয়েছেন তিনি।
গত ৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এরপর তুরস্ক সফলে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন তিনি।