প্রাইম ডেস্ক »
শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে জাপানের উত্তর-পূর্ব উপকূলে। এতে কমপক্ষে ২০ লাখ বাড়িঘরের বিদ্যুত সংযোগ সাময়িক সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে।
১১ বছর আগে ফুকুশিমা পারমাণবিক স্থাপনায় যেখানকার ভূমিকম্প বিপর্যয় ডেকে এনেছিল, সেই একই অঞ্চলে বুধবার ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। কর্মকর্তারা বলছেন, এতে চারজন নিহত ও কমপক্ষে ৯০ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি বলেছে, অনেক স্থানে ভূমিকম্পের কারণে মানুষ দাঁড়িয়ে থাকতে পারেনি। রাজধানী টোকিওতে ভবনগুলো দুলছিল।
জাপান কর্তৃপক্ষ বলেছে, স্থানীয় সময় বুধবার রাত ১১টা ৩৬ মিনিটে ৫৭ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। ফুকুশিমা, মিয়াগি এবং ইয়ামাগাতায় ভূমিকম্পের পরবর্তী কম্পন বা আফটারশক দেখা দেয়ার সম্ভাব্যতা দেখা দেয়।
ঘটনার সঙ্গে সঙ্গে জাপানের আবহাওয়া বিষয়ক এজেন্সি উত্তর-পূর্ব উপকূলে এক মিটার উঁচু পর্যন্ত সুনামি সতর্কতা জারি করে। তবে পরে জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, সেই সতর্কতা পরে নামিয়ে নেয়া হয়েছে।
স্থানীয় বিদ্যুত সরবরাহকারীরা বলেছে, উত্তর-পূর্বাঞ্চলে এক লাখ ৫৬ হাজার এবং টোকিওতে প্রায় সাত লাখ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে অবশ্য কিছু বাড়িতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। ভূমিকম্পের সময় ফুকুশিমা শহরের উত্তরে একটি বুলেট ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহতের তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেছেন, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণের চেষ্টা করছে সরকার।