প্রাইম ডেস্ক »
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যুর কথা জানিয়েছে চীন। এর মধ্য দিয়ে দেশটিতে এক বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো করোনায় মৃত্যুর কথা জানা গেল।
শনিবার (১৯ মার্চ) তাদের মৃত্যুর ঘোষণা দেয় চীনা কর্তৃপক্ষ।
চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, দুই রোগীরই মৃত্যু হয়েছে জিলিন প্রদেশে। উত্তর-পূর্বাঞ্চলীয় এই প্রদেশটিতে গত কিছু দিন ধরেই করোনা সংক্রমণ বেড়েছে। এর ফলে সেখানে বেশ কয়েকটি শহরে লকডাউন এবং কঠোর বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে চীনজুড়ে প্রায় ৩ কোটি মানুষকে লকডাউনের আওতায় আনা হয়েছে। বিভিন্ন শহরের রাস্তায় হাজমত স্যুট পরা স্বাস্থ্য কর্মকর্তাদের দেখা যাচ্ছে। মহামারি শুরুর পর এত বেশি সংখ্যক স্বাস্থ্যকর্মীদের এমন অবস্থায় দেখা যায়নি।
২০২১ সালের জানুয়ারির পর শনিবার প্রথমবারের মতো করোনায় মৃত্যুর কথা জানালো চীন। এরমধ্য দিয়ে দেশটির সরকারি হিসেবে করোনায় মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৮ জনে পৌঁছেছে।
শনিবার চীনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫১ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৪ হাজার ৩৬৫ জন। অথচ তিন সপ্তাহ আগেও দেশটিতে দৈনিক করোনা সংক্রমণ ছিল এক শর নিচে।
স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন আক্রান্তদের অর্ধেকের বেশি জিলিয়ান প্রদেশের।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। তবে সীমান্ত নিয়ন্ত্রণ, দীর্ঘ কোয়ারেন্টিন এবং নির্দিষ্ট এলাকা লকাডাউনের মতো সমন্বিত পদক্ষেপের মাধ্যমে দেশটি সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। কিন্তু অতি সংক্রামক অমিক্রন ধরন চীনের এই কৌশলকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
সূত্র: রয়টার্স