বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
spot_img
Homeএই মুহুর্তে৪৬তম বিসিএস প্রিলিমিনারি ২৬ এপ্রিল

৪৬তম বিসিএস প্রিলিমিনারি ২৬ এপ্রিল

প্রাইম ভিশন ডেস্ক »

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা দেড় মাস পিছিয়ে তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৬ এপ্রিল এই পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) পিএসসির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পিএসসি আগামী ৯ মার্চ এ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করলেও একই দিনে ময়মনসিংহে সিটি করপোরেশন নির্বাচন থাকায় পরীক্ষা পেছান হল।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে।

সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে বেলা ১২টায় এ পরীক্ষা। এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর পাবেন পরীক্ষার্থী এবং প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

পরীক্ষার আসন বণ্টন ও অন্যান্য নির্দেশনা ‘যথাসময়ে’ পিএসসি এবং টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন।

এর আগে, তিন হাজার ১৪০ জনকে নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ১০ ডিসেম্বর আবেদন গ্রহণ শুরু হয়। এবার চাকরিপ্রত্যাশীর সংখ্যা সোয়া ৩ লাখের বেশি।

এই বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৪৮৯ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ২ হাজার ৭৪ জন (সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারি ডেন্টাল সার্জন ১৬ জন, সহকারি প্রকৌশলী ৬৫ জন) ও সাধারণ শিক্ষায় ৫২০ জন ও কারিগরি শিক্ষায় ৫৭ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়