সোমবার, অক্টোবর ৭, ২০২৪
spot_img
Homeএই মুহুর্তেঅনলাইনে দেখা যাবে রাজ-পরীর নতুন সিনেমা

অনলাইনে দেখা যাবে রাজ-পরীর নতুন সিনেমা

প্রাইম ডেস্ক »

গত ১১ মার্চ ‘গুণিন’ সিনেমাটি দেশজুড়ে ২০টি হলে মুক্তি পেয়েছিল। প্রেক্ষাগৃহে মুক্তির দ্বিতীয় সপ্তাহ শেষে এবার এটি আসছে অনলাইনে।

বাস্তবের এ জুটি তাদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘গুণিন’ এ রোমান্টিকভাবে হাজির হয়েছিলেন। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এ ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগামী ২৪ মার্চ রাত ৮টায় অবমুক্ত হবে।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, যেমনটা প্রথম থেকে বলা হয়েছিল সিনেমা হলের পর চরকিতে মুক্তি পাবে ‘গুণিন’, তেমনটাই হচ্ছে। আর এর প্রযোজনা প্রতিষ্ঠানই চরকি’ই পুরো পরিকল্পনাটা করেছে।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নির্মিত হয়েছে সিনেমাটি। এর গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এর জোরে গ্রামে তার বিশাল প্রভাব। তার তিন নাতি রহম, আলী ও রমিজ।

ছবিতে গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এ চলচ্চিত্রের মূল উপজীব্য। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম।

রাজ ও পরীমনিকে সিনেমাটির প্রধান দুটি চরিত্র রমিজ ও রাবেয়ার চরিত্রে দেখা যাবে। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরো আছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ অনেকে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়