বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
spot_img
Homeএই মুহুর্তেইউক্রেন থেকে ৩৬ লাখেরও বেশি মানুষ পালিয়ে গেছেন : জাতিসংঘ

ইউক্রেন থেকে ৩৬ লাখেরও বেশি মানুষ পালিয়ে গেছেন : জাতিসংঘ

প্রাইম ডেস্ক »

রুশ আগ্রাসনের পর ৩৬ লাখেরও বেশিমানুষ ইউক্রেন থেকে পালিয়ে গেছেন। বুধবার জাতিসংঘ এ তথ্য জানিয়ে সতর্ক করে বলেছে, প্রায় এক মাস ধরে চলা এ যুদ্ধ অব্যহত থাকলে আরো লাখ লাখ মানুষ তাদের জীবন নিয়ে চরম ভোগান্তির মুখে পড়বেন। খবর এএফপি’র।

জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানায়, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর ইতোমধ্যে দেশটি থেকে ৩৬ লাখ ২৬ হাজার ৫৪৬ জন পালিয়ে গেছেন। এ সংখ্যা আগের দিনের সংখ্যার চেয়ে ৬৯ হাজার ৩০১ জন বেশি।

দেশটিতে এখনো এক কোটিরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন। এদের মধ্যে প্রায় ৬৪ লাখ ৮০ হাজার এমন মানুষ রয়েছেন যারা অভ্যন্তরীণভাবে গৃহহীন হয়ে পড়েছেন।
ইউএনএইচসিআরের মতে, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ইউরোপকে এমন ভয়াবহ শরণার্থী সংকটে আর কখনো পড়তে হয়নি।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক এ সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, ‘এ যুদ্ধ অব্যাহত থাকলে আরো লাখ লাখ মানুষকে তাদের জীবন নিয়ে চরম ভোগান্তির মুখে পড়তে হবে।’
এদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানায়, বিদেশে পালিয়ে যাওয়া এসব মানুষের মধ্যে ১৫ লাখেরও বেশি শিশু রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়