প্রাইম ডেস্ক »
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে হওয়া মামলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার ভোরে কলেজের ইন্টার্ন চিকিৎসক হোস্টেল থেকে অর্ণব পাল (২৪)কে গ্রেপ্তার করা হয়।
পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাদেকুর রহমান জানান, খিলক্ষেত থানা পুলিশের একটি দল চট্টগ্রামের পাঁচলাইশ থানার সহায়তায় হোস্টেলে অভিযান চালিয়ে রাত ১টার দিকে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অর্ণব পালকে গ্রেপ্তার করে।
তিনি জানান, গত ফেব্রুয়ারিতে খিলক্ষেত থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন এক নারী। মামলায় অভিযোগ করা হয়, প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর রেকর্ড করা ভিডিও ও ছবি দিয়ে ব্ল্যাকমেইল করে আসছিলেন অর্ণব।