বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
spot_img
Homeএই মুহুর্তেরমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে রিট

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে রিট

প্রাইম ডেস্ক »

পবিত্র রমজান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে ২০ রমজান পর্যন্ত প্রাথমিক স্কুল খোলা রাখার সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

জনস্বার্থে রোববার (২৭ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। এর আগে প্রাথমিক বিদ্যালয় ২০ রমজান পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গত ২৪ মার্চ বৃহস্পতিবার এ বিষয়ে সময়সূচি নির্ধারণ করে দিয়ে আদেশ জারি করেছে মন্ত্রণালয়। এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সরাসরি শ্রেণি কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু থাকবে।

পবিত্র রমজান মাসে বিদ্যালয়ে সরাসরি শ্রেণি পাঠদান সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে রুটিন ও পরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক উল্লেখিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত ক্লাসসমূহ বিন্যস্ত করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন। পবিত্র রমজান মাসে বিন্যস্ত রুটিনে নামাজের জন্য ৩০ মিনিট বিরতি থাকবে।

রিটের পর আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, বাংলাদেশে ৯০ ভাগ নাগরিক মুসলমান, তাদের ধর্ম ইসলাম। প্রথা ও রীতি অনুয়ায়ী রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। এছাড়া রমজান মাসে শিক্ষকরা রোজা রেখে ক্লাসে লেখাপড়া শিখানোর বিষয়ে মনাযোগী হন না। রিটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং শিক্ষা সচিবকে বিবাদী করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়