সোমবার, অক্টোবর ৭, ২০২৪
spot_img
Homeএই মুহুর্তেপশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপি-তৃণমূল সদস্যদের হাতাহাতি

পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপি-তৃণমূল সদস্যদের হাতাহাতি

প্রাইম ডেস্ক »

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় আজ সোমবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও তৃণমূল বিধায়কদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বেলা ১১টার দিকে বিধানসভার অধিবেশন শুরু হলে প্রথম থেকেই বিজেপি বিধায়করা হট্টগোল করার অভিযোগ উঠেছে।

বিধানসভায় হাতাহাতির ঘটনায় বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ পাঁচ বিধায়ককে বহিষ্কার করেছেন স্পিকার বিমান ব্যানার্জি। বিজেপি বিধায়করা যখন তুমুল স্লোগান দিচ্ছিলেন, ওই সময় তৃণমূল বিধায়করা প্রথমে তাদের নির্দিষ্ট আসন থেকেই প্রতিবাদ জানাচ্ছিলেন।

একপর্যায়ে তারা সেখান থেকে উঠে এসে বিজেপি বিধায়কদের দিকে তেড়ে যান। তখন হঠাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসিত মজুমদারকে হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায়। এরপর বিধানসভার ভেতরেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

দুই দলের বিধায়কদের মধ্যে হাতাহাতিও শুরু হয়। বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি তাদের এ পরিস্থিতি থেকে বিরত হওয়ার জন্য বারবার অনুরোধ করতে থাকেন। তার পরেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

পরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির সকল বিধায়কদের নিয়ে বিধানসভা কক্ষ ত্যাগ করেন। শুভেন্দু অধিকারী বলেন, সারা রাজ্যে গুন্ডামি চলছে। তারই প্রতিফলন বিধানসভার ভেতরেই আজ দেখা গেল। সভার ভেতরেও বিজেপির বিধায়করা সুরক্ষিত নন।

শুভেন্দু আরো বলেন, তৃণমূলের বিধায়করা বিধানসভার ভেতরেও গুণ্ডামি করছেন। অবিলম্বে তারা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির জন্য দাবি জানান।

বিধানসভার ভেতরে বিজেপি বিধায়কদের আচরণের জন্য অধ্যক্ষ বিমান ব্যানার্জি অনির্দিষ্টকালের জন্য বিজেপির পাঁচ বিধায়ককে বহিষ্কার করেছেন। তারা হলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পরিষদীয় দলনেতা মনোজ টীজ্ঞা, শংকর ঘোষ, নরহরি মাহাতো এবং দীপক বর্মন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়