বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
spot_img
Homeএই মুহুর্তেভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে :  ডা. রাজীব রঞ্জন

ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে :  ডা. রাজীব রঞ্জন

প্রাইম ডেস্ক »

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু ভারত। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধেই এর প্রমান। বর্তমান সময়ে বাংলাদেশ-ভারতের সোনালী অধ্যায় চলছে। বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কোন অশুভ শক্তি নষ্ট করতে পারবে না।

তিনি বুধবার সকালে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামে বারুনী স্নান উপলক্ষে “সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক” আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশিষ্ট সমাজসেবক ও বারুনী স্নান ঘাটের প্রতিষ্ঠাতা স্বপন চৌধুরীর সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সিআইডির উপ-পুলিশ মহা পরিদর্শক শেখ নাজমুল আলম, চট্টগ্রাম রেঞ্জে  অতিরিক্ত উপ-পুলিশ মহা পরিদর্শক জাকির হোসেন খান, মিরসরাই সার্কেলের সহকারি পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন প্রমুখ।

প্রধান অতিথি ডা. রাজীব রঞ্জন আরো বলেন, ১৯৭২ সালে সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছেন। ভারত সব সময় বাংলাদেশের পাশে ছিল, ভবিষ্যতেরও পাশে থাকবে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তৎকালীন সময়ে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে বাংলাদেশকে সহযোগিতা করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

‘ফরগেট মি নট’ নিয়ে ফারুকীর বার্তা

১৭৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক-এডিবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

যেসব পরিকল্পনার কথা জানালেন ড. ইউনূস

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

‘ফরগেট মি নট’ নিয়ে ফারুকীর বার্তা

১৭৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক-এডিবি