প্রাইম ডেস্ক »
ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন বলেছেন, সমাজের সবক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। মিডিয়াকে আধুনিক সমাজের আয়না।
শুক্রবার সন্ধ্যায় নগরের জাকির হোসেন সড়কের ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনে ‘মিডিয়া রিসিপশন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. রাজীব রঞ্জন বলেন,বাংলাদেশ প্রমাণ করেছে সত্যিকারের বন্ধু, বিশ্বস্ত প্রতিবেশী এবং ভারতের মূল্যবান অংশীদার। ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক ‘সোনালি অধ্যায়’- সোনালি পর্বের মধ্য দিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক। অতিথি হিসেবে আরও ছিলেন কবি-সাংবাদিক আবুল মোমেন, পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী, সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ ও চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস প্রমুখ।