প্রাইম ডেস্ক »
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্যপরীক্ষা আজ রোববার। আস্থাভোটে তিনি জিতবেন, নাকি তার জমানা শেষ হবে, তা নিয়েই চলছে জোর চর্চা।
যদিও ইমরান খানের দাবি, আস্থাভোটে তিনি জিতবেন। আস্থাভোটের আগেই পাকিস্তানের রাজনীতিতে নয়া মোড়। শনিবার লন্ডনে সএবক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। খবর রিপাবলিকান ওয়ার্ল্ডের।
লন্ডনে নওয়াজের দফতরের বাইরে এক দল যুবক তার ওপর হামলা চালায়। হামলাকারীদের বাধা দিতে গেলে নওয়াজের দেহরক্ষী আহত হন।
এই ঘটনায় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) দিকে অভিযোগের আঙুল তুলেছেন নওয়াজ-কন্যা মরিয়ম শরিফ।
শুধু তাই নয়, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তাতে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে ইমরানের গ্রেফতারের দাবিও জানিয়েছেন মরিয়ম।
টুইটবার্তায় তিনি জানান, পিটিআইয়ে যারা এই সহিংসতার উস্কানি দিয়েছেন এবং যাদের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, তাদের দ্রুত গ্রেফতার করা উচিত।
গ্রেফতার করা উচিত ইমরান খানকেও। মরিয়মের দাবি, ইমরানের বিরুদ্ধে এই ঘটনায় মদত দেওয়ার অভিযোগে মামলা করা উচিত। কাউকে ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মরিয়ম।
দু’দিন আগেই পাকিস্তানের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধরী অভিযোগ তুলেছিলেন, দেশকে বেচে দেওয়ার জন্য আস্থাভোটের আয়োজন করা হচ্ছে। আর এর পিছনে হাত রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। ঘটনাচক্রে সেই অভিযোগের পর পরই শনিবার নওয়াজের ওপর এই হামলা হল।