বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
spot_img
Homeএই মুহুর্তেটিপ পরায় হেনস্তা : অভিযুক্ত সেই পুলিশ সদস্য চিহ্নিত

টিপ পরায় হেনস্তা : অভিযুক্ত সেই পুলিশ সদস্য চিহ্নিত

প্রাইম ডেস্ক »

টিপ পরায় কলেজ শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয়েছে। সেই কনস্টেবলের নাম নাজমুল তারেক।

অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।

টিপ পরার জন্য হেনস্তা ও জীবননাশের চেষ্টার অভিযোগে শেরেবাংলা নগর থানায় গত ২রা এপ্রিল ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন ড. লতা সমাদ্দার।

জিডিতে ড. লতা বলেন, শনিবার রাজধানীর ফার্মগেট এলাকার কাছে পুলিশের পোশাক পরা এক ব্যক্তি ‘টিপ’ পরার জন্য তাকে গালাগালি করেন।

জিডিতে তিনি আরও উল্লেখ করেন, ‘আমি হয়রানির প্রতিবাদ করলে ওই পুলিশ সদস্য তার মোটরসাইকেল দিয়ে আমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। আমি সরে গিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করি। কিন্তু আমি বাইকের নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হই।’

তেজগাঁও কলেজের এই শিক্ষিকা বলেন, ঘটনাটি তিনি নিকটবর্তী ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের জানালে তারা তাকে থানায় অভিযোগ করার পরামর্শ দেন।

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের জন্ম দেয়।

হয়রানির ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করে নারী কর্মী সংগঠন নারীপক্ষ। অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাও রোববার জাতীয় সংসদে পয়েন্ট-অব অর্ডারে বক্তব্য দেওয়ার সময় এই হয়রানির নিন্দা জানিয়ে বলেন, এটি সবার জন্যই ভীষণ লজ্জাজনক ঘটনা।

সুবর্ণা মুস্তাফা বলেন, “ইভটিজিংয়ের ঘটনা আমরা শুনে এসেছি। বখাটে ছেলেপেলে স্কুলের বাচ্চা মেয়েদের ইভটিজ করে। সেই পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রিত মাননীয় স্পিকার। কিন্তু আমি যখন দেশের আইন রক্ষাকারী বাহিনীর কাউকে ইভটিজারের ভূমিকায় দেখি, তখন সেটা আমাদের সবার জন্য অত্যন্ত লজ্জাজনক।”

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়