প্রাইম ডেস্ক »
নগরীর লালখান বাজার এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারে ওঠার মুখে এ দুর্ঘটনা ঘটে। এ দম্পতি চিকিৎসক দেখিয়ে বাসায় ফিরছিলেন ।
নিহত শোকিনা ফাতেমি নগরের মোস্তফা-হাকিম কে জি অ্যান্ড হাইস্কুলের শিক্ষিকা। তার স্বামী ইকবাল উদ্দিন চৌধুরী একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী। তাদের বাসা নগরের ফিরোজ শাহ কলোনিতে। গ্রামের বাড়ি মিরসরাই।
নিহত দম্পতির পরিবার সূত্রে জানা যায়, শোকিনা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বুধবার তিনি চিকিৎসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। অফিস শেষে স্বামী ইকবাল তাঁকে মোটরসাইকেলে করে সেখান থেকে নিয়ে ফিরছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, লালখান বাজার এলাকায় উড়ালসড়ক থেকে নামছিলেন ওই দম্পতি। এ সময় পাশ থেকে কংক্রিটের ঢালাইবাহী একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। দুজনই রাস্তায় পড়ে গেলে ট্রাকটি তাঁদের শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে কোতোয়ালি থানা-পুলিশ। তবে চালককে আটক করা যায়নি।