বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
spot_img
Homeএই মুহুর্তেইউক্রেনের ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার

ইউক্রেনের ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার

প্রাইম ডেস্ক »

ইউক্রেনের লুহানস্কে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে এক নারীকে। তাকে উদ্ধারের দৃশ্য বুধবার সকালে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।

তাতে দেখা যায়, ধ্বংসস্তূপের ভেতর নিথর পড়ে আছেন ওই নারী। উদ্ধারকর্মীরা তাকে জীবিত টের পেয়ে তাদের গা শিউরে ওঠে। দ্রুত সর্বশক্তি দিয়ে তারা উদ্ধার অভিযানে নেমে পড়েন। তাকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। মঙ্গলবার এ ঘটনা ঘটে। খবর ডেইলি মেইলের।

এই চিত্রটি এসেছে যখন ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের গভর্নর ঘোষণা করেছেন যে, রুশ বাহিনী রুবিঝনে শহরের ৬০ শতাংশ নিয়ন্ত্রণে নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পূর্বে ভ্লাদিমির পুতিনের বাহিনী অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। মারিওপোলে রাশিয়ানরা ভ্রাম্যমাণ ক্রিমেটোরিয়াম স্থাপন করে মৃতদেহ পুড়িয়ে ফেলেছে বলে অভিযোগ সিটি কাউন্সিলের।

তারা বলছে, এর মাধ্যমে যুদ্ধাপরাধের সব প্রমাণ মুছে দিচ্ছে রাশিয়া। সরকারি হিসাবে এই শহরে নিহত হয়েছেন হাজার হাজার মানুষ। এখন বুচা শহরের তথ্য উন্মোচিত হওয়ার পর রাশিয়ানরা প্রমাণ মুছে দেওয়ার চেষ্টা করছে।

সিটি কাউন্সিলের তথ্য বলা হয়েছে, বুচা শহরে গণহত্যার ফলে আন্তর্জাতিক তীব্র সমালোচনা ও চাপের মুখে পড়েছে রাশিয়া। ফলে মারিওপোলে তাদের সেনাবাহিনী যে অপরাধ সংঘটিত করেছে, তার সব তথ্যপ্রমাণ মুছে দিতে রাশিয়ার শীর্ষ নেতৃত্ব থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি মারিওপোলে ক্রেমলিনের হাতের পুতুল একজন মেয়র কোস্তিয়ান্তিন ইভা শশেঙ্কোকে বসানো হয়েছে বলে দাবি করেছেন ওই শহরের প্রকৃত মেয়র ভাদিম বয়শেঙ্কো।

ইভাশশেঙ্কো হলেন রাশিয়াপন্থি দল অপজিশন প্ল্যাটফরমের স্থানীয় কাউন্সিল সদস্য। তাকে সোমবার দলীয় এক মিটিংয়ে মেয়র ঘোষণা করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়