প্রাইম ডেস্ক »
কলকাতায় বাংলাদেশের নতুন ডেপুটি হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছেন কূটনীতিক আন্দালিব ইলিয়াস। এরই মধ্যে ঢাকা থেকে কলকাতায় পৌঁছেছেন তিনি।
বিদায়ী উপহাইকমিশনার তৌফিক হাসানের স্থলাভিষিক্ত হলেন আন্দালিব।
আন্দালিব ইলিয়াস বাংলাদেশের প্রয়াত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ছেলে। এর আগে তিনি জেনেভা, ম্যানিলা, নিউইয়র্ক ও ব্রাসেলসে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আজ বৃহস্পতিবার আন্দালিব ইলিয়াস বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, তার প্রথম কাজ হবে বাংলাদেশের সঙ্গে ভারত তথা পশ্চিমবঙ্গের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো দৃঢ় করা। দুই দেশের সমৃদ্ধির লক্ষ্যে উন্নয়নমূলক কাজকে এগিয়ে নেয়া।