প্রাইম ডেস্ক »
নিউইয়র্কের ব্রুকলিনের ৩৬ স্ট্রিট সাবওয়ে স্টেশনে একটি ট্রেনে সাধারণ যাত্রীদের ওপর গুলি বর্ষণ ও বোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৩জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের বরাত দিয়ে গণমাধ্যম সিবিএস২ জানিয়েছে, একটি ট্রেন স্টেশনে এসে দাঁড়ায়। ওই ট্রেনের দরজা খোলা মাত্র আক্রমণকারী ধোঁয়ার একটি বোমা ফাটায়। এরপর গুলিবর্ষণ করে।
এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে রক্তাক্ত অনেকেই প্লাটফর্মের মেঝেতে পড়ে আছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এটি একটি সমন্বিত আক্রমণ।
গুলি ছাড়াও মানুষ অসুস্থ হয়ে পড়েছেন ধোঁয়ার কারণে। ধোঁয়ার মধ্যে শ্বাস-প্রশ্বাস নেওয়ায় অনেককে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
গণমাধ্যম সিএনএন জানিয়েছে, আক্রমণকারী নির্মাণ শ্রমিকরা পড়েন এমন একটি হলুদ রঙের জ্যাকেট পড়া ছিলেন এবং তার মুখে গ্যাস মাস্ক ছিল। তার গায়ের রঙ কালো।
এ ঘটনার পর স্টেশন ও আশপাশের এলাকা দিয়ে আপাতত চলাচল না করতে নির্দেশনা দিয়েছে পুলিশ।
প্রথমে স্টেশনে ধোঁয়া দেখে কেউ একজন দমকল বাহিনীকে খবর দেয়। দমকল বাহিনী বিষয়টি তদন্ত করতে এসে দেখে গুলির আঘাতে অনেকে আহত হয়েছেন।