বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
spot_img
Homeএই মুহুর্তেমৃত সন্তানকে কাঁধে নিয়ে ৯০ কিমি পাড়ি দিলেন বাবা!

মৃত সন্তানকে কাঁধে নিয়ে ৯০ কিমি পাড়ি দিলেন বাবা!

প্রাইম ভিশন ডেস্ক »

অ্যাম্বুলেন্সের খরচ বহন করতে না পেরে বাইকের পেছনে বসে মৃত সন্তানকে কাঁধে নিয়ে ৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন এক অসহায় বাবা। এ ঘটনা তোলপাড় সৃষ্টি করেছে ভারতবর্ষে।

অন্ধ্রপ্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে ১০ বছর বয়সি ওই ছেলের মৃত্যু হয়। অ্যাম্বুলেন্স ভাড়া না থাকায় মৃত সন্তানকে কাঁধে নিয়ে বাইকের পেছনে বসে ৯০ কিলোমিটার পথ পাড়ি দেন হতভাগ্য বাবা।

অভিযোগ উঠেছে, প্রাইভেট অ্যাম্বুলেন্সচালক ৯০ কিলোমিটার পথ যেতে ২০ হাজার রুপি ভাড়া চেয়েছিলেন, যা ওই দরিদ্র, অসহায় বাবার পক্ষে দেওয়া সম্ভব ছিল না।

অনেক আকুতি-মিনতি করলেও ওই হতভাগ্য বাবার কথা শোনেনি চালক। কম ভাড়ায় যেতে রাজি হয়নি ওই চালক। এমন বিপদে কেউই ওই অসহায় বাবাকে সাহায্য করতে এগিয়ে আসেনি।

বাধ্য হয়েই এক পরিচিত ব্যক্তির বাইকে উঠেন ওই বাবা। কাঁধে নেন সন্তানের মৃতদেহ। ওই অবস্থায় ৯০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে তাকে।

এ ঘটনার ভিডিওটি টুইট করেছেন অন্ধ্রপ্রদেশের সাবেক চন্দ্রবাবু নাইড়ু। এর পরই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ঘটনা জানতে পেরে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। তাৎক্ষণিকভাবে হতভাগ্য বাবা ও ছেলের পরিচয় জানা যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়