প্রাইম ভিশন ডেস্ক »
পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে গলাকাটা অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ এপ্রিল) দুপুরে ২টার দিকে খরনা ইউনিয়নের চেয়ারম্যানঘাটা নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহ অর্ধগলিত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন পটিয়া থানার উপ পরিদর্শক (এসআই) অনুমং মারমা।
তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ঝোপ থেকে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
প্রাইম/এসবি