প্রাইম ভিশন ডেস্ক »
নতুন রূপে ফিরতে যাচ্ছে নগরীর আগ্রাবাদের শিশুপার্ক। পার্কটির নতুন নাম হচ্ছে ওয়ান্ডারল্যান্ড পার্ক। আগামী ১ নভেম্বর থেকে পার্কটি পুরোদমে চালু করার আশা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওয়ান্ডারল্যান্ড গ্রুপ ২০ বছরের জন্য পার্কটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে ইজারা নেয়। পুরোদমে পার্ক চালু করার জন্য ইতোমধ্যে গেট, ঝর্ণা, রাইডসহ বিভিন্ন সংস্কার কাজ চলতে দেখা যায়।
জানা যায়, পার্কে বর্তমানে ১৯টি রাইড রয়েছে। আগামী মাসে এই ১৯টি রাইড দিয়েই পার্ক চালু করা হবে। তবে পরবর্তীতে ধীরে ধীরে নতুন করে আরো ১০টি রাইড যোগ হবে। চলতি মাসে সব কাজ শেষ করতে পুরোদমে কাজ করছেন ২০ থেকে ২৫ জন শ্রমিক। প্রায় সাত একর জায়গাজুড়ে পার্কটি প্রতিষ্ঠিত। তবে এর বাইরে আরো দুই একর মত জায়গা রয়েছে। যেখানে রেস্টুরেন্ট ও একটি মাঠ রয়েছে।
নগরীর আগ্রাবাদ এলাকায় অবস্থিত কর্র্ণফুলী শিশুপার্ক এক সময় ছিল শিশু-কিশোরদের বিনোদনের অন্যতম কেন্দ্র। সপ্তাহের ছুটির দিনে কিংবা উৎসবের সময়ে শিশুদের নিয়ে পার্কে ভিড় জমাত অসংখ্য পরিবার। এটি ছাড়া শিশুদের বিনোদনের মাধ্যম ছিল কাজির দেউরি শিশুপার্ক ও বহদ্দারহাট বাসটার্মিনাল এলাকার স্বাধীনতা কমপ্লেক্স। তবে ২০২৩ সালের অক্টোবরে কাজির দেউড়ি শিশুপার্ক সিলগালা করে দেয় চট্টগ্রাম জেলা প্রশাসন। ২০২৪ সালের ৫ আগস্টের পর আগ্রাবাদ শিশুপার্ক ও স্বাধীনতা কমপ্লেক্স বন্ধ হয়ে যায়। আগ্রাবাদ শিশুপার্ক পুনরায় সংস্কার করে চালু করা হলে নগরবাসীর জন্য গুরুত্বপূর্ণ বিনোদনকেন্দ্র হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।