মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
spot_img
Homeএই মুহুর্তেরেকর্ড রেমিটেন্স এলো দেশে

রেকর্ড রেমিটেন্স এলো দেশে

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, রমজান মাসেই প্রবাসীরা ২’শ কোটি ৯৫ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছে যা বাংলাদেশি টাকায় ১৭ হাজার ৩৬২ কোটি টাকা (এক ডলার সমান ৮৬ টাকা ৪০ পয়সা )। গত ১১ মাসের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠানো হয়েছে এপ্রিলেই।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, এপ্রিল মাসে দেশে ২০০ কোটি ৯৫ লাখ ডলার প্রবাসী আয় এসেছে, যা ২০২১ সালের এপ্রিল মাসের চেয়ে বেশি।

ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছরই কোনো উৎসবের সময় বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা নিজ পরিবারের জন্য অর্থ পাঠান। এবারের ঈদুল ফিতরেও এর ব্যত্যয় ঘটেনি। ঈদে নিজ নিজ পরিবারের কেনাকাটায় বাড়তি অর্থ দেশে পাঠানোর কারণে প্রবাসী আয় বেশি আসে। আগামী কোরবানির ঈদেও এভাবে রেমিট্যান্স আসতে পারে বলে মনে করেন তারা।

এর আগে ২০২১ সালের মে মাসে ২১৭ কোটি ১০ লাখ ডলার বা ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছিলেন বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা। এরপর গত ১১ মাসের মধ্যে কোনো মাসেই ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসেনি।

গত বছরের ডিসেম্বরে ১৬৩ কোটি ৬ লাখ ডলার এসেছিল। চলতি বছরের জানুয়ারিতে এসেছিল ১৭০ কোটি ৪৫ লাখ ডলার। ফেব্রুয়ারিতে আসে ১৪৯ কোটি ৬০ লাখ ডলার এবং মার্চ মাসে এসেছিল ১৮৬ কোটি ডলার।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়