প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন বলেছেন, বীরকন্যা প্রীতিলতা নারী জাগরণের অগ্রদূত। যুগ যুগ ধরে তিনি নারীর প্রেরণার উৎস হয়ে থাকবেন। অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার সাহস ও আত্মত্যাগের প্রতীক।
প্রীতিলতার স্বদেশী মহিমাময় ত্যাগের ভাস্বর সত্যিই বিরল। বীরকন্যা প্রীতিলতার জীবন সংগ্রামকে ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল ৫ মে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পটিয়ার ধলঘাটে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বৃটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তী। বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা ড. গুরুপদ চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান, ধলঘাট ইউপি চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন, কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলম, পটিয়া সাহিত্য সভার আহবায়ক আহমদ কবির, ট্রাস্টি মো. আলী, রঘুনাথ চক্রবর্তী, কৃষ্ণা চক্রবর্তী, বিশ^জিত দেব, আজীবন সদস্য প্রবোধ রায় চন্দন, রূপক চক্রবর্তী, গৌতম চৌধুরী, সরোজ চক্রবর্তী, জাহাঙ্গীর আলম, কামরুল হাসান বাবু, দিপ্তী ভট্টাচার্য্য, সুকান্ত নাথ, দূর্জয় কিশোর চক্রবর্তী। অনুষ্ঠানে সংগীত শিক্ষক বরুণ পালিত ও কমল সরকারের পরিচালনায় প্রীতিলতা সাংস্কৃতিক জোটের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
এছাড়াও অঞ্জন কান্তি বিশ্বাসের আর্থিক সহযোগীতায় শিশু খাদ্য সামগ্রী উপহার হিসাবে প্রদান করা হয়।