প্রাইম ভিশন ডেস্ক »
করোনারি এনজিওগ্রাম ও স্বাস্থ্যপরীক্ষায় বিশেষ ছাড় ঘোষণা করেছে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতাল। আগামী ১০ মে থেকে মাসব্যাপী এ সেবা পাবেন চট্টগ্রামের বাসিন্দারা ।
প্যাকেজটি তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। করোনারি এনজিওগ্রাম এবং ফেস্টিভ হেলথ চেক প্যাকেজের আওতায় সিলভার প্যাকেজ ও গোল্ড প্যাকেজের সুবিধা গ্রহণ করা যাবে।
করোনারি এনজিওগ্রাম (সিএজি) প্যাকেজে রোগীর ভর্তি, রুম ভাড়া, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ক্যাথ ল্যাব ফি, প্রয়োজনীয় পরীক্ষা, ওষুধ, নার্সিং ফি, খাবার, পুষ্টিবিদের পরামর্শ ও এমআরডি ফি অন্তর্ভুক্ত। ১৬ হাজার ৫০০ টাকায় এই প্যাকেজের সেবাগুলো গ্রহণ করা যাবে। রোগীর এনজিওপ্লাস্টি প্রয়োজন হলে সেটাও নেওয়া যাবে ৭ শতাংশ বিশেষ ছাড়ে।
ফেস্টিভ হেলথ চেক প্যাকেজের যেকোন একটি গ্রহণ করলে রোগীর অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা সেবায় ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।
সিলভার প্যাকেজের আওতায় থাকছে সিবিসি, লিপিড প্রোফাইল (ফাস্টিং), সিরাম ক্রিটিনাইন, এসজিওটি, এসজিপিটি, ব্লাড গ্লুকোজ (ফাস্টিং), ইউরিক এসিড, ইউরিন প্রোফাইল, ইসিজি, চেস্ট এক্সরে, এবং বিশেষজ্ঞ চিকিৎসক, পুষ্টিবিদ ও দন্ত বিশেষজ্ঞের পরামর্শ। সেবাগুলো গ্রহণ করা যাবে ২ হাজার ৯৯৯ টাকায়।
গোল্ড প্যাকেজের আওতায় থাকছে সিবিসি, লিপিড প্রোফাইল (ফাস্টিং), আল্ট্রাসাউন্ড হোল এবডোমেন (স্ক্রিনিং), টিএসএইচ, সিরাম ক্রিটিনাইন, এসজিওটি, এসজিপিটি, ব্লাড গ্লুকোজ (ফাস্টিং), ইউরিক এসিড, ইউরিন প্রোফাইল, ইসিজি, চেস্ট এক্সরে, এবং বিশেষজ্ঞ চিকিৎসক, পুষ্টিবিদ ও দন্ত বিশেষজ্ঞের পরামর্শ। ৩ হাজার ৯৯৯ টাকায় প্যাকেজটির সুবিধা পাবেন গ্রাহকরা।