প্রাইম ভিশন ডেস্ক »
রাঙামাটির কাপ্তাইয়ে পানিতে ডুবে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। তাদের নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে একজনের লাশ উদ্ধার করেছেন কাপ্তাই ফায়ার সার্ভিসের লোকজন। তার নাম অপূর্ব সাহা (১৯)।
তিনি চট্টগ্রাম মহানগরের মাদারবাড়ি এলাকার মৃত অরুপ সাহার ছেলে। এর আগে বুধবার বিকালে লোকেশ বৈদ্য (১৯) নামে অপর যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রাম মহানগরের সদরঘাট এলাকার অপু বৈদ্যের ছেলে।
বুধবার বিকালের দিকে কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীর সীতাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্টসূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, বুধবার বিকাল পৌনে ৩টার দিকে ওই দুজনসহ চট্টগ্রাম থেকে ৬ জনের একদল পর্যটক কাপ্তাই বেড়াতে যান। এ সময় কর্ণফুলী নদীতে গোসল করতে নামলে তাদের চারজন পানিতে তলিয়ে যান। এ সময় দুজন নদীর তীরে উঠতে সক্ষম হলেও অপর দুজন নিখোঁজ হন।
পরে খবর পেয়ে এদিন বিকাল ৫টার দিকে কাপ্তাই নৌবাহিনীর ডুবুরি দল গিয়ে লোকেশ বৈদ্যের লাশ উদ্ধার করে।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, পরিবারের পক্ষে কোনো রকম আপত্তি না থাকায় দুজনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।