প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম বন্দরের ভেতরে ৪০ ফুট দীর্ঘ একটি কন্টেইনারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। কনটেইনারটিতে বৈদ্যুতিক সরঞ্জাম ছিল।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সিসিটি ইয়ার্ডে এ আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক আহম্মেদ সিকদার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম বন্দরের ভেতরে সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগার সংবাদ আসে। খবর পেয়ে বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসসহ ৩টি স্টেশনের ৮টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।
চট্টগ্রামে বন্দরের সচিব ওমর ফারুক বলেন, চট্টগ্রাম বন্দরের ভেতরে ৪০ ফুট দীর্ঘ একটি কন্টেইনারে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে বৈদ্যুতিক সরঞ্জাম ছিল। আগুনে কনটেইনারে থাকা জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, আগুন লাগার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।