প্রাইম ভিশন ডেস্ক »
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবং এর সরকার রোববার ঘোষণা দিয়েছে, ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিতে চায়। এর মাধ্যমে ইউক্রেন উত্তেজনার মধ্যে ৩০ সদস্যের সামরিক জোট ন্যাটোর পরিধি বাড়ার পথ খুলে গেল।
প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো এবং প্রধানমন্ত্রী সান্না মেরিন যৌথভাবে প্রেসিডেন্সিয়াল প্যালেসে এ ঘোষণা দেন।
কয়েক দিনের মধ্যে ফিনল্যান্ডের সংসদ এখন বিষয়টি অনুমোদন দেবে। তবে সংসদের অনুমোদনের বিষয়টি এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতা মাত্র।
সংসদ অনুমোদন দেওয়ার পর ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে আবেদন করা হবে। খুব সম্ভবত আগামী সপ্তাহেই এ আবেদন করা হবে।
এদিকে রোববার জার্মানির বার্লিনে বৈঠকে বসেছে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এই বৈঠকে ইউক্রেনকে আরও সহায়তা এবং রাশিয়ার হুমকি সত্ত্বেও ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
এর আগে শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছিলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট। তিনি পুতিনকে জানান, ফিনল্যান্ড তার নিজের নিরাপত্তা নিশ্চিতে ন্যাটোতে যোগ দেবে।
তবে পুতিন ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে হুশিয়ারি দেন, ফিনল্যান্ড এখন সামরিকভাবে যেরকম নিরপেক্ষ আছে তারা যদি সেটি থেকে বের হয়ে যায় তাহলে তারা ভুল করবে।