বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
spot_img
Homeএই মুহুর্তেগৌতম বুদ্ধের আদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে হবে : রাজীব

গৌতম বুদ্ধের আদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে হবে : রাজীব

প্রাইম ভিশন ডেস্ক »

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন।  রোববার সন্ধ্যায় তিনি নগরীর ডিসিহিল বৌদ্ধ বিহারে পৌঁছালে বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অধীর রঞ্জন বড়ুয়া তাকে স্বাগত জানান।

পরে তিনি বৌদ্ধ মন্দিরে প্রবেশ করে তথাগত বুদ্ধকে প্রণাম করে শ্রদ্ধা জানান এবং জগতের সকল প্রাণীর শান্তি কামনায় প্রার্থনা করেন। বুদ্ধ বন্ধনা শেষে ডা. রাজীব রঞ্জন বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড.জ্ঞানশ্রী মহাস্থবিরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি একুশে পদকপ্রাপ্ত এই বরেণ্য ধর্মগুরুর সঙ্গে কথা বলেন এবং তার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  ডা. রাজীব রঞ্জন সেখানে উপস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, ভারতের বিহারে অবস্থিত বুদ্ধ গয়ার কাছে আমার জন্ম। এজন্য আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি। গৌতম বুদ্ধের আদর্শ অনুসরণ করে সকলকে মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে হবে। তিনি যেই শান্তি ও সাম্যের পথ আমাদেরকে দেখিয়েছেন সেই পথে আমাদের চলতে হবে। তিনি সকলকে ভারত সরকার ও ভারতীয় জনগণের পক্ষ থেকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অধীর রঞ্জন বড়ুয়া, মহাসচিব সুদীপ বড়ুয়া, যুগ্ম মহাসচিব অরুণ কুমার বড়ুয়া দেবু, টিংকু বড়ুয়াসহ অন্যরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়