বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
spot_img
Homeমুল পাতাকনট্যাক্ট লেন্স ব্যবহার করার সঠিক নিয়ম

কনট্যাক্ট লেন্স ব্যবহার করার সঠিক নিয়ম

প্রাইম ডেস্ক »

চোখের সমস্যার কারণে অনেকেই চশমা ব্যবহার করেন। অনেকেই আবার চশমার বদলে কনট্যাক্ট লেন্স ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাছাড়া বর্তমানে নারীদের সাজের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে নানা রঙের কনট্যাক্ট লেন্স।

রঙিন লেন্স দেখতে আকর্ষণীয় এবং এটি ব্যবহারে সৌন্দর্যে আসে ভিন্নতা। তবে সৌন্দর্য হোক আর প্রয়োজন, মনে রাখতে হবে যে লম্বা সময় কনট্যাক্ট লেন্স পরলে দেখা দিতে পারে নানান সমস্যা।

কনট্যাক্ট লেন্স চোখের ভেতরে অক্সিজেনে প্রবেশ করতে বাধা দেয়। তাই দীর্ঘক্ষণ লেন্স না পরাই শ্রেয়। লেন্স পরে মেকআপ করলে অনেক সময় লেন্সে কাজল বা মাস্কারা লেগে গেলে চোখে প্রাথমিক জ্বালাভাব তো হবেই, এমনকি ইনফেকশনও হয়ে যেতে পারে।

তাই লেন্স পরার সময় কিছু সাবধানতা অবলম্বন করা জরুরি। চলুন তবে জেনে নেয়া যাক কনট্যাক্ট লেন্স ব্যবহার করার সঠিক নিয়ম-

>> লেন্স পড়ার আগে ও পরে হাত ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে ভুলবেন না। তোয়ালেতে হাত মুছবেন না, বরং কোনো মসলিন কাপড়ে বা সুতির রুমালে হাত মুছে তবেই লেন্সে হাত দেবেন।

>> মেকআপ করার আগে লেন্স পরবেন না। পুরো সাজ শেষ করে তবেই লেন্স পরুন।

>> কনট্যাক্ট লেন্স পরে ভুলেও সাঁতার কাটবেন না। লেন্স পরে মুখে পানির ঝাপটা দেবেন না।>> কনট্যাক্ট লেন্স ব্যবহার করার সময় প্রতি তিন মাস অন্তর লেন্সের পাত্রটি পরিবর্তন করতে হবে। কনট্যাক্ট লেন্স সব সময় স্টেরাইল সলিউশনে ভিজিয়ে সঠিক লেন্স কেসে রাখবেন।

>> রাতে ঘুমানোর আগে অবশ্যই কনট্যাক্ট লেন্স খুলে রাখবেন। লেন্স পরে ঘুমিয়ে পড়লে চোখে ইনফেকশন হয়ে যেতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়