সোমবার, অক্টোবর ৭, ২০২৪
spot_img
Homeলাইফস্টাইলসুখের সঙ্গে টাকার সম্পর্ক কোথায়?

সুখের সঙ্গে টাকার সম্পর্ক কোথায়?

প্রাইম ডেস্ক »

জীবনে সুখী হতে চান সবাই। সুখের জন্য চলে যুদ্ধ। সেই যুদ্ধ হচ্ছে টাকা উপার্জনের যুদ্ধ। আসলে টাকা থাকলেই কি সুখ কেনা যায়? অনেকেই বলবেন, হ্যাঁ যায়। আবার একদল বলেন, টাকার সঙ্গে মনের শান্তি, স্বস্তির কোনো সম্পর্ক নেই।
এই নিয়ে বহুদিন ধরে চলছে তর্ক। আসলে কি টাকা থাকলেই সুখ কেনা যায়? এই প্রশ্নের উত্তর খুঁস্নেরকরা হয় গবেষণা।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল সোশ্যাল সার্ভে (জিএসএস) একটি গবেষণার ফল প্রকাশ করেছে। তাতে জানানো হয়েছে, টাকা আর সুখের সম্পর্ক রয়েছে। ১৯৭২ সাল থেকে ৪৪ হাজার মানুষের উপর এই গবেষণা করা হয়েছে।

‘ইমোশন’ নামের একটি পত্রিকায় ওই গবেষণার ফল প্রকাশ করা হয়েছিল। সেখানে লেখা হয়েছে, ৩০ বছরের বেশি মানুষের সুখ নির্ভর করে তার উপার্জনের উপর। মনের শান্তি থেকে শুরু করে স্বস্তি, সবটাই অর্থের উপর নির্ভরশীল।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সব থেকে দীর্ঘদিন ধরে চলা গবেষণাগুলোর মধ্যে এটি একটি। অর্থ সুখ কিনতে পারে না- এমন প্রবাদকে চ্যালেঞ্জ করতেই এই গবেষণা করা হয়েছিল।

গবেষণায় সুখের কয়েকটি স্তর ধরা পড়েছে। এছাড়া গত দশকের থেকে বর্তমানে সুখের সঙ্গে উপার্জনের সম্পর্ক অত্যন্ত দৃঢ় বলে জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

লিভারের রোগ বুঝবেন যেভাবে

যেভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন

স্যামসাং নতুন ফোল্ডিং ফোন আনল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়