বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
spot_img
Homeপ্রবাসঢাকা-চট্টগ্রামের সঙ্গে ফ্লাইট চালু করছে ত্রিপুরা

ঢাকা-চট্টগ্রামের সঙ্গে ফ্লাইট চালু করছে ত্রিপুরা

প্রাইম ডেস্ক »

ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার বিমান যোগাযোগ স্থাপিত হতে যাচ্ছে ৬ মাসের মধ্যে। আগরতলা থেকে এই দুই রুটে ফ্লাইট চলাচল শুরু করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ত্রিপুরার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, আগরতলা-ঢাকা এবং আগরতলা-চট্টগ্রাম আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল আগামী ৬ মাসের মধ্যে শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। এ রুটে ফ্লাইট চালাতে ইচ্ছুক বেসরকারি বিমান সংস্থাগুলোর কাছে শিগগিরই দরপত্র পাঠাবে ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়।

এক টুইট বার্তায় শনিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, অবশেষে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা চালু করতে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর প্রস্তুত। ত্রিপুরার জনগণের স্বপ্ন পূরণের এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বেসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। অপর টুইটে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে প্রস্তাবিত আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা ত্রিপুরার পর্যটনকে নিশ্চিতভাবে উৎসাহিত করবে এবং আকাশপথের যোগাযোগ রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় মিশ্র বলেছেন, ইউডিএএন প্রকল্পে প্রস্তাবিত আন্তর্জাতিক রুটগুলো অন্তর্ভুক্ত করেছে বেসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ। এখন বেসরকারি এয়ারলাইনসগুলোকে আগ্রহ প্রকাশের আমন্ত্রণ জানিয়ে দরপত্র পাঠানো হবে। এমবিবি বিমানবন্দরের পরিচালক রাজিব কাপুর বলেছেন, আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর বিষয়ে মুখ্যমন্ত্রী কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে। আমরা ফ্লাইট চালু করার জন্য প্রস্তুত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৪ জানুয়ারি এমবিবি বিমানবন্দরে

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়