বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
spot_img
Homeমুল পাতালড়াইয়ের জন্য প্রস্তুত নারী এমপি

লড়াইয়ের জন্য প্রস্তুত নারী এমপি

প্রাইম ডেস্ক »

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ পরিচালনা করছে রুশ সেনারা। সেই হামলা প্রতিরোধে ইউক্রেনের সামরিক বাহিনীর পাশাপাশি হাতে অস্ত্র তুলে নিয়েছেন সাধারণ মানুষও। এ অবস্থায় দেশটির সংসদ সদস্য কিরা রুদিকও টুইটারে অস্ত্র হাতে নিজের একটি ছবি পোস্ট করেছেন।

তিনি লিখেছেন, আমি অস্ত্র চালানো শিখি, অস্ত্র বহন করতে শিখি। আমি অস্ত্র চালাতে প্রস্তুত।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর সঙ্গে এক ভিডিও বার্তায় রুদিক বলেন, ‘রুশ সেনাবাহিনী রাজধানী কিয়েভের মূল কেন্দ্রের খুব কাছে চলে এসেছে। আমি পার্লামেন্টের সদস্য। একটি দলের নেতা।

তাই আমার দায়িত্ব কিয়েভে অবস্থান করা। ইউক্রেন সেনাবাহিনীর প্রতি আমার বিশ্বাস আছে। তাদের হাতে অস্ত্র আছে। অস্ত্র আমার হাতেও আছে। আমি লড়াইয়ের জন্য প্রস্তুত।’

রুদিক আরও বলেন, কিয়েভের আকাশে একের পর এক বিমান হামলা চলছে। তার বাড়ির পাশে তিনি পরপর কয়েকটি বিমান হামলা হতে দেখেছেন। তবে কাউকে মারা যেতে দেখেননি। তিনি বলেন, বিস্ফোরণের শব্দে জানালা কেঁপে উঠেছে।

রাশিয়ার সেনাবাহিনীর হামলা থেকে সুরক্ষার জন্য কোনো দেশ ইউক্রেনের পাশে দাঁড়ায়নি। তবে ইউক্রেনের সেনাবাহিনী রুশ সেনাবাহিনীর হামলা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

১৭৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক-এডিবি

নতুন নিয়োগ পাওয়া ৮ ডিসির নিয়োগ বাতিল

এইচএসসি ও সমমানের ফলাফল যেভাবে হতে পারে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

যেসব পরিকল্পনার কথা জানালেন ড. ইউনূস

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

‘ফরগেট মি নট’ নিয়ে ফারুকীর বার্তা