প্রাইম ডেস্ক »
রাশিয়ার সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদোরভ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার জন্য সামনের দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্দেশ দিয়েছিলেন ‘বিজয়ের মাধ্যমে ২ মার্চের মধ্যে সামরিক অভিযান শেষ করতে’।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
রোববার ফেদোরভ জানান, মস্কো ও কিয়েভের মধ্যে বেলারুশে হতে যাওয়া আলোচনা নিয়ে তিনি আশাবাদী।
‘কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই আলোচনা হতে হবে। আমি কিয়েভে আমার বন্ধু ও নেতাদের অবস্থান সম্পর্কে জানি। তারা বসে আলোচনা করতে প্রস্তুত। তবে কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই’, বলেন রাশিয়ার সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কিয়েভে মস্কোর আগ্রাসনের পঞ্চম দিনে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনার জন্য নির্ধারিত স্থান প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে বেলারুশ।
রাশিয়া যা ভেবেছিল ইউক্রেনে তার চেয়ে বেশি প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে বলে জানান ফেদোরভ। এ ছাড়া পশ্চিমা বিশ্বও ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে।
রুশ সরকারের সাবেক এ উপমন্ত্রী বলেন, আমি একবার বলেছিলাম, কারণ আমি ইউক্রেনীদের চিনি; তারা কেউই ফুল নিয়ে রুশ সেনাদের সামনে আসবে না। এটিই বাস্তবতা।
গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ভয়াবহ সংঘাত চলছে।
ইউক্রেনে রুশ হামলা পঞ্চম দিনে গড়ানোর মধ্যে পূর্ব ইউরোপের দেশটির বেশিরভাগ অঞ্চল থেকে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এতে দুই দেশেরই অসংখ্য সেনা-বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।
এর প্রতিক্রিয়ায় ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে।