বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
spot_img
Homeমুল পাতা১৮ বছর যে পরামর্শ পেয়েছিলেন দীপিকা

১৮ বছর যে পরামর্শ পেয়েছিলেন দীপিকা

প্রাইম ডেস্ক »

পর্দায় অভিনয় করতে হলে ‘সুন্দর’ মুখ, ‘সুগঠিত’ শরীরের প্রয়োজন বলে মনে করে সমাজের এক অংশ। বিশেষ করে অভিনেত্রীদের ক্ষেত্রে আজও এই প্রচলন রয়েছে। এই মানসিকতার বশবর্তী হয়ে একাধিক নায়িকা নিজেদের শরীরে অস্ত্রোপচার করে আকারে পরিবর্তন এনেছেন। কারও ঠোঁট বদলেছে, কারও নাক। সেই ধারণার মুখোমুখি হয়েছিলেন দীপিকা পাড়ুকোনও।

‘গেহরাইয়াঁ’ ছবির প্রচারে একটি সাক্ষাৎকার দেওয়ার সময়ে নিজের অভিজ্ঞতার কথা জানান দীপিকা। অভিনয় পেশায় পা দেওয়ার পরে নানা মুনির নানা মত শুনতে হয়েছে তাকে। ব্যাডমিন্টন খেলোয়াড় থেকে মডেলিং জীবনে পা দেওয়ার পরে এক জন তাকে আচমকা আজগুবি পরামর্শ দিয়েছিলেন। দীপিকা তখন অষ্টাদশী।

সেই ব্যক্তি তাকে স্তন প্রতিস্থাপন করার পরামর্শ দিয়েছিলেন। দীপিকার কথায়, ভাগ্যিস মাথায় বুদ্ধি ছিল, তাই তার কথাটায় পাত্তা দিইনি। একইসঙ্গে তার মনে পড়ে, খারাপ পরামর্শের পাশাপাশি ভাল পরামর্শও পেয়েছেন তিনি। তার অভিনয় জীবনে শাহরুখ খান বড় ভূমিকা পালন করেছেন। শাহরুখের কাছ থেকে তিনি অনেক কিছু শিখতে পেরেছেন বলেও জানালেন পর্দার ‘পদ্মাবতী’। তাই কোন পরামর্শকে গুরুত্ব দেবেন, আর কোনটিকে দেবেন না, তা বুঝতে এখন তাঁর সময় লাগে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর

জয়েন্টের ব্যথা এড়ানোর তিন টিপস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়

সারাদেশে বিভিন্ন স্থানে ভাঙচুর

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর