শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
spot_img
Homeমুল পাতারাশিয়ার কামান হামলায় ইউক্রেনের ৭০ সেনা নিহত

রাশিয়ার কামান হামলায় ইউক্রেনের ৭০ সেনা নিহত

প্রাইম ডেস্ক »

ইউক্রেনে রুশ হামলার ৬ষ্ঠ দিন চলছে। মঙ্গলবার রুশ সেনাদের হামলায় ইউক্রেনের ৭০ সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ওখতিরকাতে কামান হামলায় ইউক্রেনের সেনাবাহিনীর অন্তত ৭০ জন নিহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে রোববার বিবিসির প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

সুমি অঞ্চলের রাষ্ট্রীয় প্রশাসনের প্রধান দিমিত্রো জাইভিটস্কি বলেছেন, হামলায় ইউক্রেনের একটি সামরিক ইউনিট ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধারের জন্য কাজ করছেন।

জাইভিটস্কি বলেন, অনেক লোক মারা গেছেন। বর্তমানে নিহত ৭০ সেনার মরদেহ সমাধিস্ত করার কাজ চলছে।

প্রতিপক্ষকেও সমান জবাব দেওয়া হচ্ছে বলে দাবি দিমিত্রো জাইভিটস্কির। তিনি বলেন, শহরে বহু রুশ সেনার মরদেহ পড়ে আছে। যেগুলো রেডক্রসকে দেওয়া হয়েছে। তবে তার দাবি সঠিক কিনা সেটি যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে রাজধানী কিয়েভ এবং দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে ফের হামলা শুরুর কথা জানিয়েছে ইউক্রেন। দেশটির দাবি, প্রতিবেশী দেশ বেলারুশের সীমান্তে মস্কো-কিয়েভ আলোচনা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই শহর দু’টিতে হামলা শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়